Wellcome to National Portal
Main Comtent Skiped

List of services

কী কী সেবা কীভাবে পাবেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের একমাত্র জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারীগণের চাহিদামাফিক উপাত্ত পরিবেশন করে সঠিক ও মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহ করে থাকে।

আমাদের প্রকাশনাসমূহঃ

০১. দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্যসম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষগ্রন্থ প্রকাশ;

০২. প্রতি দশ বছর অন্তর (১) আদম শুমারি (২) কৃষি শুমারি এবং (৩) অর্থনৈতিক শুমারি পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ;

০৩. মোট দেশজ উৎপাদন(GDP) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক(Indicators) যথাঃ সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয় ইত্যাদি নিরুপণ ও প্রকাশ;

০৪. ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত খাদ্য ও বহির্ভূত পণ্য অন্তর্ভূক্ত করে মাসভিত্তিক ভোক্তামূল্য সূচক(CPI) নিরুপণ ও প্রকাশ;

০৫. মাসভিত্তিক ম্যানুফ্যাকচারিং শিল্পের উৎপাদন সূচক প্রস্তুত ও প্রকাশ;

০৬. বৈদেশিক বাণিজ্য পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ;

০৭. বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরির হার ও মজুরি সূচক প্রস্তুত ও প্রকাশ;

০৮. বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমাণ এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ;

০৯. গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও জনমিতিক নির্দেশক প্রস্তুত ও প্রকাশ;

১০. শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ;

১১. মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরুপণের জন্যGender Statistics প্রস্তুত ও প্রকাশ;

১২. খানার আয় ও ব্যয় নির্ধারণ জরিপ পরিচালনার মাধ্যমে দেশের দারিদ্র পরিস্থিতি সম্পর্কিত তথ্য প্রস্তুত ও প্রকাশ।

 তথ্য সমৃদ্ধ ওয়েবসাইটঃ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ১০০ মেগাবাইট ক্যাপাসিটির একটি সমৃদ্ধ ও নিয়মিত হালনাগাদকৃত ওয়েবসাইট রয়েছে। এতে ব্যুরোর সর্বশেষ প্রকাশনাসমূহেরKey Indicators সন্নিবেশিত আছে। ব্যবহারকারীগণ বিনামূল্যে এই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা: www.bbs.gov.bd

 উপাত্তের ডিজিটাল কপি প্রদানের সেবাঃ
তথ্যসংগ্রহকারীগণ নির্ধারিত মূল্যের বিনিময়ে ব্যুরোর প্রধান কার্যালয়স্থ ডাটা আর্কাইভ থেকে প্রয়োজনীয় তথ্য/উপাত্ত সিডি মারফত সংগ্রহ করতে পারেন। এছাড়া গবেষণা কাজে ব্যবহারের জন্য দেশী/ বিদেশী ব্যক্তি বা সংস্থাকে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিনামূল্যে/ স্বল্পমূল্যে প্রাথমিক তথ্য সরবরাহ করা হয়।

 লাইব্রেরী সেবাঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর লাইব্রেরী ও বিক্রয়কেন্দ্র ১৪/২ তোপখানা রোড, আনসারী ভবন, ঢাকা-তে অবস্থিত। ব্যুরোর প্রধান কার্যালয়েও একটি লাইব্রেরী রয়েছে। পাঠকগণ সকল সরকারী কার্যদিবসে লাইব্রেরীতে পাঠ করতে পারেন। বিক্রয়কেন্দ্রে ব্যুরোর প্রকাশনাসমূহ বিক্রয় করা হয়। এছাড়া ব্যুরোর নির্ধারিত সেলস্ এজেন্টেদের নিকটও প্রকাশনাসমূহ পাওয়া যায়। 

ই-বুক সেবাঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি বিশাল ই-বুক ভান্ডার আছে যেখানে আমাদের গ্রাহকেরা সকল সময় প্রকাশিত সকল প্রকাশনারsoft copy ই-বুক আকারে নিম্ন লিখিতlink এর মাধ্যমে পড়তে পারবেন।http://203.112.218.64/ebook/